বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষকদল থেকে পাবনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পেলেন কেএম হারুন বিএনপির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ঢাকা জেলা কমিটি ঘোষণা ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা ভারতের সংসদে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত শৈলকুপায় পেঁয়াজ ক্ষেত নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামের সংঘর্ষে ৬ জন রক্তাক্ত সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ক্ষমতায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আমরা: মামুনুল হক নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সংসদে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
ভারতের সংসদে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

ভারতের সংসদে বুধবার প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত পাঁচজন প্রাক্তন সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি সদ্য প্রয়াত অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও  কবীন্দ্র পুরকায়স্থের উপর শোকবার্তা পাঠ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়। যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102