চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু মেজবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সময়ের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর বুধবার রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের কর্মকর্তারা। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম জোন-৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে সার্চ ভিশন ক্যামেরা ব্যবহার করে গর্তের ভেতর শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। প্রায় ৩০ ফুট গভীরে শিশুটিকে পাওয়া যায়, যা উদ্ধার কাজকে আরও জটিল করে তোলে।দীর্ঘ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত শিশুটিকে নিরাপদে ওপরে তোলা সম্ভব হয়। উদ্ধার শেষে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধার হওয়া শিশুটি ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। শিশুটির মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের ঘরের পাশের ঢালু স্থানে সরকারি একটি প্রকল্পের আওতায় প্রায় তিন বছর আগে একটি টিউবওয়েলের গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর গর্তটি পুরোপুরি ভরাট করা হয়নি। বুধবার বিকেলে তিনি ঘরের ভেতরে কাজ করছিলেন, আর শিশুটি ঘরের পাশেই খেলছিল। কোনো একসময় অসাবধানতাবশত শিশুটি ওই গর্তে পড়ে যায়, কিন্তু তা তিনি বুঝতে পারেননি। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাইরে গিয়ে গর্তের ভেতরে তাকে দেখতে পান এবং চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গর্তটি একটি সরকারি প্রকল্পের কাজের অংশ হিসেবে খোঁড়া হয়েছিল। তবে সেটি যথাযথভাবে ভরাট বা নিরাপদ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। স্থানীয়রা পরিত্যক্ত ও খোলা নলকূপের গর্ত দ্রুত ভরাটসহ এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ