
২৯ জানুয়ারি, ২০২৬ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ (সাভার) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণজোয়ার পরিলক্ষিত হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের সবুজবাগ বালুর মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জনাব কহিনুর রহমান করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সালাউদ্দিন বাবু। জনসভায় ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেন, “আপনারা আমার জন্য শুধু একটি দিন (ভোটের দিন) কষ্ট করবেন, আর আমি আপনাদের জন্য আগামী পাঁচটি বছর কষ্ট করব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে অপরিকল্পিত সাভারকে একটি আধুনিক, বসবাসযোগ্য, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলবেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। তিনি দলটিকে একটি ‘ঐতিহাসিক মুনাফেক দল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “১৯৪৭-এর দেশভাগ থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ—প্রতিটি সংকটে তারা বিতর্কিত ও ভণ্ডামির রাজনীতি করেছে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাদের সাথে কোনো আপস হতে পারে না।”
বিকেলে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অপর এক পথসভায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন: বদিউজ্জামান বদি: সাধারণ সম্পাদক, সাভার পৌর বিএনপি।শরিফুজ্জামান কায়কোবাদ বিএনপি নেতা।এছাড়া ওলামা দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।