পটুয়াখালী প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং এতে শহীদদের স্মরণে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় পটুয়াখালী শহরের সার্টিক হাউজ সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্ত্বর থেকে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
হৃদয় তরুয়া চত্ত্বর থেকে শুরু করে তিন কিলোমিটার অতিক্রম করে বড় চৌরাস্তায় গিয়ে ম্যারাথন শেষ হয়। এসময় পুরো শহরজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ম্যারাথনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসন ও যুব উন্নয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার শতাধীক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ অন্যান্যরা।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, গণ-অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক ঘটনা, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তরুণদের মধ্যে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারবোধ জাগ্রত করতেই এ আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি জানান, বর্ষপূর্তির এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং একটি মূল্যবোধনির্ভর সমাজ গঠনের প্রতিশ্রুতিও বহন করে।সট- আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।শেষে প্রতীকী ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে মোঃ রাইয়ান, কাইয়ুম মৃধা ও খাইরুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।এরকম আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন
ম্যারাথনে অংশ গ্রহনকারীরা।
আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে – আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে ছয় হাজার মাইল দূরে লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে এত বড় একটি দল পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে তার যে কথা হয়েছে সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের ভাষ্যমতে আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। আমাদের সবার কাজ হল এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। শুক্রবার দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া এবং মৌন মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। নেতাকর্মীদের হত্যা ও গুম করা সহ মামলা দিয়ে হায়রানী করেছে। আমাদের সন্তানেরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে। তাদের দেখাদেখি অবিভাবক, শিক্ষক সহ সারা দেশ তাদের সাথে মাঠে নেমেছে। ফ্যাসিস্ট সরকার দুই হাজারের উপর ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের স্মরণ ও আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রের নির্দেশে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়াসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৮ জুলাই শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের মদীনা মসজিদে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।