প্রধান প্রতিবেদক:
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বুধবার):গত ২১ ও ২২ জুলাই দেশের তিন জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ একাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সহ যৌথবাহিনী।
নরসিংদী:
২১ জুলাই দিবাগত রাতে নরসিংদীর রায়পুরা থানার সায়দাবাদ এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনায় সেনা, পুলিশ ও র্যাবের সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়।
১টি এসবিবিএল একনলা বন্দুক,৪টি দেশীয় একনলা বন্দুক,২টি পিস্তলের ম্যাগাজিন,৪৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি
ফরিদপুর:
একই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়।
১টি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন,
কুমিল্লা:
২২ জুলাই ভোররাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মুরাদপুর ও নুরপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মজিবুর রহমান পিনো (৩৫) ও মোঃ আবু হায়দার (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
৪টি দেশীয় বন্দুক,১টি শটগান কার্তুজ,১টি বিদেশি ছুরি,১টি দেশীয় অস্ত্র,২টি পাসপোর্ট,৪টি মোবাইল ফোন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক ব্যক্তির তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জানানোর অনুরোধ করা হয়েছে।