ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন ওমরপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জনৈক শহীদ এর বাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ৩১-০৭-২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/নাজমুল হাসান সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন ওমরপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জনৈক শহীদ এর বাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ ইব্রাহীম (৩২), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত রিজিয়া বেগম, সাং-ওসমানগঞ্জ ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ২। মোঃ রানা (২৪), পিতা-লোকমান হোসেন, মাতা-নূর বানু, সাং-আলীগঞ্জ ৩নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলাদ্বয়ের নিকট হইতে ২০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা রুজু হয়েছে।