নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বি এন পির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজস্ব অর্থায়নে শহীদ (মামুন বিপ্লব) নামের একটি চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে এই চত্বরের উদ্বোধন করেন তিনি। এসময় নিহতের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দীন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, থানা বিএনপির নেতা নাজির উদ্দীন, কৃষক দলের নেতা আবুল হুসাইন মুন্সী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা মহিলা দল নেত্রী রিপা রহমান নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও রকি সহ অন্যান্য নেতা কর্মীরা।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঢাকা জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান দেওয়ান।