বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সিআইডি সদর দপ্তরে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা প্রদান

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৪k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

সিআইডি সদর দপ্তরে, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ পুলিশ সুপার (প্রশাসন), মুহাম্মদ মিনহাজুল ইসলাম তার বক্তব্যে সিআইডি সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কায়েতপাড়ায় সিআইডি ব্যারাক এবং সদর দপ্তরসংলগ্ন ব্যারাকের সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করতে মেস ও ক্যান্টিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর দপ্তরের নিচতলায় শীতাতপ নিয়ন্ত্রিত রিসিপশন, ওয়েটিং লাউঞ্জ ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন করা হয়েছে এবং ৭ম তলায় মসজিদের কলেবর বৃদ্ধি ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অচিরেই মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি সিআইডি ভবনের রুফটপে একটি আধুনিক ও মনোরম পাঠাগার (লাইব্রেরি) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

কল্যাণ সভায় সিআইড ‘র বিভিন্ন স্তরের সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি তা মনোযোগ দিয়ে শুনেন এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।

সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, “আমরা সবাই একটি পরিবারের সদস্য। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পেশাগত উৎকর্ষের মাধ্যমে সিআইডিকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”

এছাড়া অনুষ্ঠানে সিআইডিতে কর্মরত বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: ডিআইজি মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার।

উল্লেখ্য যে, ডিআইজি মো. মাহবুবুর রহমান গত ০৩/০৯/২০২৪ খ্রি. তারিখে ডিআইজি হিসেবে সিআইডিতে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)এবং নৌ-পুলিশ, কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

একই ভাবে অতিরিক্ত ডিআইজি শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যবৃন্দের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিদায়ী অতিথিদের উল্লেখযোগ্য সাফল্য ও তাদের সাথে কাজের অভিজ্ঞতার বর্ণময় স্মৃতিচারণ করা হয়। বক্তাগণ অবসরপ্রাপ্তদের সর্বাঙ্গীন মঙ্গল এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।

সভা শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় সিআইডি সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) সভায় সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102