নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র্যালী করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি বিশাল র্যালী বের হয়ে নবীনগর এসে শেষ হয়।
এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী এম এ কালাম মাদবর, বুলবুল মাদবর, কামরুল মাদবর সহ অন্য অন্য নেতাকর্মীরা। মিছিল শেষ করে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জুলাই যোদ্ধা আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। তাহার নিজস্ব অফিসে। এসময় সকল নেতাকর্মীদের পাশাপাশি এলাকার মুরব্বিরা ও দোয়ায় অংশগ্রহণ করেন। পরিশেষে ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। এবং সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্হা করা হয়।