
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৬ নং ওয়ার্ড নরসিংহপুর, নিশিন্তপুর, হাজী মার্কেট, সোনামিয়া মার্কেট, মানিকগঞ্জ পাড়া, হামীম গ্রুপের ৩নং গেইট,বিপুল ভিলা, অন্ধ কলোনী, শারমিন গেইট,হিন্দু পাড়া এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এর আগেও জনসাধারনকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে কয়েক বার এই লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু হাতকে শক্তিশালী করতে
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, দেশনেএী সাংস্কৃতিক পরিষদ আশুলিয়া থানার সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবরের নেতৃত্বে দুটি গ্রুপে ৬ নং ওয়ার্ডের বাসা বাড়িতে ও বিভিন্ন দোকানে দোকানে রাস্তার আশে পাশে মহিলা দলের সদস্যরা ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ লোকমান হোসেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মো: রেজাউল হক মিয়া ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মোঃ কামরুল মাদবর ইয়ারপুর ইউনিয়ন ছাএদল, রাসেল সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান। নির্বাচন আগ মূহুর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আরও জানান।