বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরাতে আবারও ভারতকে চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭১k Time View  
  •                                      
                                   
                               

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আফিস নজরুল। সোমবার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশকে ন্যায়বিচারের বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে পুনরায় চিঠি পাঠাব। যদি ভারত এই গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া চালিয়ে যায়, তবে তাদের বুঝতে হবে—এটি বাংলাদেশ ও তার জনগণের প্রতি বৈরী ও নিন্দনীয় আচরণ।’

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, চৌধুরী মামুন এ মামলার অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন।

প্রসঙ্গত, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102