
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে মহানবী (সা.)-এর আদর্শে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার রাখে দল। তিনি বলেন, দলীয় স্বার্থে ধর্মীয় বিধান ভুলভাবে ব্যাখ্যা করলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি সমাজ ও সরকার গড়ার পক্ষে, যেখানে মুসলমানরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন এবং অন্য ধর্মের মানুষরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবে।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা ও মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে।তারেক রহমান আরও বলেন, সারাদেশে প্রায় ৩.৫ লাখ মসজিদে ১৭ লাখের বেশি ইমাম-খতিব-মুয়াজ্জিন দায়িত্ব পালন করছেন। তাদের রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ভবিষ্যতে এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য অপরিহার্য। জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। এজন্য দলের জন্য ইমাম-খতিব-মুয়াজ্জিন-আলেম-ওলেমা-পীর-মাশায়েখদের দোয়া ও সমর্থন চেয়েছেন।তারেক রহমান বলেছেন, ইমাম-খতিবদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি যৌক্তিক, যা বিএনপি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক স্বাবলম্বী করার জন্য কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে বহুমুখী প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।