বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮k Time View  
  •                                      
                                   
                               

মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ করার সুবিধা চালু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই নতুন সুবিধার উদ্বোধন করা হয়। এই কার্যক্রম শুরু হওয়ায় যাত্রীরা এখন ঘরে বসেই নিজেদের র‌্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করতে পারবেন, আর তা করতে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সকল ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।

কিভাবে অনলাইন রিচার্জ করবেন

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি নতুন অনলাইন ব্যবস্থায় প্রথমে ব্যবহারকারীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর লগইন করে ‘রিচার্জ’ অপশন নির্বাচন করতে হবে। এখানে যাত্রীরা বেছে নিতে পারবেন, তারা রিচার্জ করবেন র‌্যাপিড পাস নাকি এমআরটি পাস।

এরপর পেমেন্টের জন্য ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোনো পদ্ধতি নির্বাচন করতে হবে এবং নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন যন্ত্রে কার্ড স্পর্শ করলে রিচার্জ সম্পন্ন হবে।

নীতিমালা অনুযায়ী, অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা তখন পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে যতক্ষণ না এটিকে স্টেশনে স্থাপিত এভিএম মেশিনে স্পর্শ করা হয়। রিচার্জ করা অর্থ স্পর্শ না করলে তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে রিচার্জের টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফেরত চলে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। গ্রাহক চাইলে ৭ দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন, সেই ক্ষেত্রেও একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য।

২০২২ সালের ৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হয়। এর পরের সময় ধরে একে একে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলি সাধারণ যাত্রীদের চলাচলের জন্য খোলা হয়েছে। নতুন এই অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে যাত্রীরা সময় সাশ্রয় করতে পারবেন এবং দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে পারবেন। এর ফলে মেট্রোরেল যাত্রা আরও সুবিধাজনক ও আধুনিক হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102