বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

একটি দল অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “তারা বলছে এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে যারা গণহত্যার সহযোগী ছিল, এখন তাদের দিয়ে আবার এমন পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।”বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুইহারীবাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী দিনের উন্নয়নকে এগিয়ে নিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে দলীয় প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।পথসভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102