
দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলায় জড়িতদের আটক করতে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই এর অগ্রগতি জানা যাবে।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার পাশাপাশি এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কি না—এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি ওঠেনি। তবে নির্দেশনা অনুযায়ী বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সে অনুযায়ী কাজ করছে।”
তিনি আরও বলেন, “যেসব এলাকায় হামলা হয়েছে, সেখানে পুলিশ জোরদার অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই ফলাফল পাওয়া যাবে।”