
৫ ওয়াক্ত নামাজে বিনীতভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের সকলের কাছে দোয়ার অনুরোধ জানান ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু।মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের সময়ে তিনি এই অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নাই যে, একটি স্বৈরশাসক পতনের পর এমপি, চেয়ারম্যান ও মেম্বার সহ তাদের উর্ধতনরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীণ সময়ে টাকাকে বড় মনে করেছে, মানুষকে মানুষ বলে মনে করে নাই বিধায় আজ তাদের এই পরিনতি হয়েছে।এসময়ে ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অনুরোধও জানান তিনি।
বিশেষ অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা ও থানা যুবদলের সভাপতি প্রার্থী মো: জাহিদ হাসান বিকাশের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুদ্দীন আহম্মেদ বকুল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া মঞ্চ থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এসএম কিসমত সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, বিএনপি নেতা হাজী এম এ কালাম মাদবর, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো: তুহিন মন্ডল ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: বাবু ভূঁইয়া, তাতীদলের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ আরও অনেকেই।