সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতাবিরোধিরা এখন ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল বাড্ডায় বাসে আগুন সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রবাসীরা ভোটার নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের সময় অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুসারে সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজন হলে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও যুক্ত করা যেতে পারে।

ইসি থেকে পাঠানো বার্তায় আরও জানানো হয়েছে, ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করতে হবে। সঠিক ঠিকানা না থাকলে ভোটারের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

এদিকে, এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসেবে সৌদি আরবে সর্বাধিক ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯,২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত ছিল। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশের জন্য নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে যে দেশ থেকে ভোটার ব্যালট গ্রহণ করবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করলেই প্রক্রিয়া শুরু করা যাবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ঠিকানা দেওয়া অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102