
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কমিশন সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাজিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রস্তুত করা হয়েছে, যাতে সারাদেশের ভোটাররা তফসিল সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য একসঙ্গে জানতে পারেন।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। ভাষণ রেকর্ড শেষে তিনি নির্বাচন কমিশনের সব কমিশনারকে নিয়ে একটি বিশেষ বৈঠকে বসেন। বৈঠকে তফসিল ঘোষণা, আগামী দিনের করণীয়, মাঠ প্রশাসনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলোর মনোনয়নপত্র বিক্রি ও জমা, যাচাই–বাছাই, প্রতীক বরাদ্দসহ নির্বাচনী কার্যক্রম ধাপে ধাপে শুরু হবে। তিনি আরও জানান, তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কমিশনের আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
সব মিলিয়ে, দেশের ভোটারদের সামনে আগামীকাল নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।