শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫k Time View  
  •                                      
                                   
                               

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ২১ জানুয়ারি, আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটও আয়োজন করা হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসূচি ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তপশিল প্রচার করা হয়।এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আইন ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি–র সিনিয়র সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও জরুরি।”তিনি আরও জানান, ৩০০ আসনেই তপশিল ঘোষণা করা হবে এবং গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংশোধন আদালতের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে।

পোস্টাল ব্যালটের বিষয়ে আখতার আহমেদ বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে; অ্যাপল ব্যবহারকারীরা পরে ব্যবহার করতে পারবেন। তপশিল ঘোষণার পর থেকে ভোটার নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১–২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

এদিকে, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তপশিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য প্রতি উপজেলা/থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102