
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ৪৮ দলের মেগা ফুটবল বিশ্বকাপ। তার আগে আগামী ১৪ জানুয়ারি ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আসবে বাংলাদেশে। এর পৃষ্ঠপোষকতায় থাকবে কোকা-কোলা। কাতার বিশ্বকাপের আগেও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০১৩ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়েছিল।কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ট্রফি ট্যুর ভক্তদের খেলাটির আরও কাছে নিয়ে আসে।
এটা করতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ভক্তদের ফুটবলের উত্তেজনা ও আবেগকে কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। দুই দশক ধরে কোকা-কোলা ফিফার অংশীদারিত্ব ভক্তদের কাছে পৌছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটিও বিশেষ। কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন।
দেশের ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এতে ভক্তরা ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে ঢুকে একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি ঘণ্টায় দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিততে পারবেন। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।