
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পত্রিকা অফিসে হামলার ঘটনায় সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, সরকারের উচিত ছিল আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে হামলাকারীরা কয়েকটা টার্গেট প্লেস ঠিক করেছে আগে থেকে। এগুলোর মধ্যে দিয়ে সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেটার অপকৌশল। সেটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। তবে এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। এবং গণতন্ত্র উত্তরণের যাত্রাকে কোনোভাবেই কণ্টকাকীর্ণ করা যাবে না।