
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ চত্বরে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। অবরোধ শুরু হওয়ার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একে একে কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ মোড় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে।
অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায় সাধারণ মানুষকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তবে একই সঙ্গে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও চার দফা দাবি তুলে ধরেন। জাবের বলেন, “আমরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও দাবি আদায়ে আমাদের আন্দোলন চলমান থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবিগুলো হলো—
১. শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রকে চিহ্নিত করে আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া অভিযুক্ত খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে গোপনে অবস্থান করা ফ্যাসিস্টের দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “এই চারটি দাবি আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। কোনো একটি দাবি আংশিকভাবে পূরণ হলেও আন্দোলন থামবে না।”
রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ইনকিলাব মঞ্চ জানায়, সোমবার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।ইনকিলাব মঞ্চের নেতারা জানান, জনগণের ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে এই আন্দোলন আরও বিস্তৃত করা হবে এবং প্রয়োজনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।