শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে,মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগীর পরিবার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               

সীতাকুণ্ড ব্যবসায়ীকে, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।বুধবার (৭ জানুয়ারি ) বিকেল পাঁচটা সময় চট্টগ্রাম একাডেমি মিলনায়তন হল,এ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।মামলার শিকার,নুর মোহাম্মদ,সীতাকুণ্ড আকিলপুর এলাকার বাসিন্দা,সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নূর মোহাম্মদ,স্ত্রী,রুমি আক্তার,তার বাবা,বাচা মিয়া,ও,মা,তাহেরা বেগম,

এ সময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদের,এক ছেলে এক মেয়ে,ছেলে,মোঃ রাকিবুল হাসান-মেয়ে,রুহিমুল জান্নাত রুহি।লিখিত বক্তব্য নুর মোহাম্মদ বলেন আমি পেশায় একজন ছোট চায়ের দোকানদার আমি দীর্ঘ ১৪, বছর ধরে জড়িত এই ব্যবসার সাথে, এর বাহিরে অন্য কোন ব্যবসা বা রাজনৈতিক কোন দলের সাথে জড়িত নই ।এছাড়াও আমার পরিবারের কেউই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই। আমার বাড়ির পাশ্ববর্তী কিছু সুবিধাভোগী ব্যক্তি স্বৈরাচার, আমলে আওয়ামী ছাত্রলীগের, আমজাদ,আমাদের ৬নং বাঁশবাড়ীয়া, ৯ নং ওয়াডের বাসিন্দার,

ক্ষমতার দাপট দেখিয়ে আমার কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে, এতে আমি অপারগতা জানালে মিথ্যা বানোয়াট মামলায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আমাকে মামলায় ফাঁসিয়ে কারাভোগ করায়,এরপর আওয়ামী সরকার পতনের পর তারই আরেক ভাই মো,কামরুল, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার দোকানে তালাবদ্ধ করে দেয় এবং আমাকে বিভিন্ন অজ্ঞাত মামলা দিয়ে স্বৈরাচার আমলের একই কায়দায় আবারো বিভিন্নভাবে হয়রানি করেন,তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে কিছু সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এসব ঠেকাতে তারা আমাকে এভাবে হয়রানি করছে।

তারা দাবি করছে আমার পৈতৃক কিছু সম্পত্তি তাদের ছেড়ে দিলে আমাকে সব মামলা থেকে পরিত্রাণ করে আর হয়রানি করবেনা। এতগুলো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কারনে আমি আজ পরিবার পরিজন নিয়ে ঘরছাড়া এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।নুর মোহাম্মদ বলেন,আমি একাধিক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আজ নি:স্ব প্রায়। আমার একমাত্র উপার্যন ব্যবস্থাও বন্ধ। আমি আজ বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করে ও অন্তর্বর্তী সরকারের প্রতি আমার পরিবারের দাবি নিরেপক্ষ তদন্তের মাধ্যমে যেন সুষ্ঠু বিচার পাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102