
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি দোকানে পাউরুটি খাওয়া নিয়ে শুরু হওয়া কথা-কাটাকাটি শেষ পর্যন্ত রূপ নেয় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে একাধিক বসতবাড়ি ও দোকানপাট।
সোমবার (সকাল) উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাকিমপুর ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবু এবং দোহার গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার সূত্রপাত হয় রবিবার সন্ধ্যায়। গ্রামের একটি দোকানে পাউরুটি খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। সেই বাকবিতণ্ডা সাময়িকভাবে থেমে গেলেও এর রেশ কাটেনি। পরদিন সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের কেউ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে জখম হন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য দোহারো গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।