মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়, বরং রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা ও গণতন্ত্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার বিদ্যমান কাঠামোর সমালোচনা করে বলেন, এদেশে শিক্ষার্থীদের মূলত চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হয়। পড়াশোনার উদ্দেশ্য যেন কেবল একটি চাকরি পাওয়া—এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। তিনি প্রশ্ন তোলেন, কেন তরুণরা চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে আসছে না। তাঁর মতে, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা নতুন ধারণা সৃষ্টি করতে পারে, ঝুঁকি নিতে শেখে এবং নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে উৎসাহিত হয়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের তরুণ সমাজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের মধ্য থেকে অনেকেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে সংসদে আসবেন। এতে নেতৃত্বে নতুন চিন্তা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের গতি আসবে বলে তিনি মনে করেন।

এ সময় তরুণদের উদ্দেশে তিনি স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, বড় স্বপ্ন ছাড়া বড় পরিবর্তন সম্ভব নয়। দেশ গঠনে তরুণদের কল্পনাশক্তি, সাহস ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির প্রতিটি স্তরে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক, পাশাপাশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102