মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

‎হবিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ জন

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪k Time View  
  •                                      
                                   
                               

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
‎‎মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারপুর গ্রামের গফুর আলীর ছেলে আমজদ মিয়ার পক্ষ ও আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।
‎সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
‎‎খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।‎বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন,  “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102