বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শৈলকুপার মহাসড়কে ডিবি পুলিশের অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ আটক ১

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬k Time View  
  •                                      
                                   
                               

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাবিদুল হাসান রানা নামে এক যুবককে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শৈলকুপা থানা এলাকার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কসংলগ্ন মদনডাঙ্গা বাজারের দক্ষিণ পাশে মধু মোল্লার ইটভাটার সামনে সড়কের ওপর এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয় এবং সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবককে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এলাকাবাসী ডিবি পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, শৈলকুপায় মাদকের বিস্তার রোধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102