বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতি বিএনপি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এ সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এ সনদের বাইরে দলের কোনো ভিন্ন বক্তব্য বা অবস্থান নেই বলেও তিনি স্পষ্ট করে জানান।

তিনি আরও বলেন, “যে বিষয়গুলো জাতীয়ভাবে ঐকমত্যের মাধ্যমে গৃহীত হয়েছে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জাতীয় স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলোর প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি অটুট থাকবে।”

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত পেকুয়া উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন এবং পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করে। মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নই দলের মূল লক্ষ্য। তিনি বলেন, “এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যের ভিত্তিতেই আমরা কিছু প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং জাতীয়ভাবে যেগুলোতে ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন এবং মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেই মূলনীতি বিলুপ্ত করে দেয় বলে অভিযোগ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান এবং আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ।

অনুষ্ঠান শেষে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102