বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়।এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য একটি বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের প্রার্থী তালিকা ঘোষণার কথা ছিল। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী আসন সমঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে বলে ১১ দলীয় জোট সূত্রে এ তথ্য জানা গেছে।

১১ দলীয় জোট সূত্র জানিয়েছে, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪৫টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াতে ইসলামী। আর ৫টি আসনে প্রার্থী উন্মুক্ত থাকবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে ৬৫টি আসন চায়। একারণে দলটি সংবাদ সম্মেলনে যেতে রাজি হয়নি। আর মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে জামায়াতে ইসলামী ১৬টি আসন ছাড়তে রাজি হয়েছে। তবে দলটি কমপক্ষে ২৫টি আসন চায়। এ কারণে এ দলটিও সংবাদ সম্মেলনে যেতে রাজি হয়নি। এ দল দুটি সংবাদ সম্মেলনে যেতে রাজি না হওয়ায় আজকের তা স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102