বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে জোট নেতাদের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়েছে এবং এগুলোকে আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনা নয়, বরং সৌজন্য সাক্ষাৎ হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রথমে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর ফিরোজ মুহাম্মদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরবর্তীতে একই স্থানে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের আরেকটি বৈঠক হয়। এ বৈঠকে অংশ নেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেলসহ জোটের শীর্ষ নেতারা।

বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে অতীতে রাজপথে তাদের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার রয়েছে তাদের। আসন্ন নির্বাচনে বিএনপি জোটের কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। যেসব নেতাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তারা মনোক্ষুণ্ন নন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তারা প্রত্যাশা ব্যক্ত করেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে জোটের শরিক দলগুলোর নেতাদের যোগ্যতা ও অবদান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করা হবে।

জবাবে তারেক রহমান বলেন, অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে জোটের নেতাদের অবদান, ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি সবাইকে ঐক্য ও সংহতি বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102