বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় নির্ধারিত সময়েই শুরু হওয়া বৈঠকে চলমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি আইনি বিষয় এবং নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়াকে জটিল না করে ভোটারদের জন্য যেন তা সহজ ও স্বচ্ছ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ভোটাররা যেন কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া বিএনপির পক্ষ থেকে পোস্টাল ব্যালট ব্যবস্থার ক্ষেত্রেও একটি প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমানে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক সীমিত রাখার সুপারিশ করে বিএনপি। এতে ভোটারদের জন্য ব্যালট পেপার আরও সহজবোধ্য হবে বলে দলটির নেতারা মনে করেন।

বৈঠকের আগে দুপুর পৌনে একটার দিকে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছায়। সে সময় সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময়ই দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির এই বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিশেষ করে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যেই অসন্তোষ প্রকাশ করে আসছে বিএনপি। এর আগে বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। তার দাবি, ব্যালট পেপার ভাঁজ করা হলে ওই প্রতীকটি সহজে চোখে পড়ে না, যা ভোটারদের জন্য বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় এখনো যেসব ব্যালট পেপার পাঠানো হয়নি, সেগুলো সংশোধনের দাবি জানায় বিএনপি। দলটির নেতারা মনে করেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এসব বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102