বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

কোটচাঁদপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
কোটচাঁদপুরে র‌্যাবের অভি’যানে আ’গ্নেয়া’স্ত্র উ’দ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি নির্জন বাগান এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে র‍্যাব নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যরা ওই গ্রামের একটি বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করেন। তবে অভিযানকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং কারা এগুলোর মালিক—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।র‍্যাব সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রগুলোর প্রকৃত উৎস, মালিকানা এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এদিকে স্থানীয়দের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী বা দুষ্কৃতকারী চক্র নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করে রাখতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন থাকায় এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।র‍্যাব আরও জানায়, এ ধরনের নিয়মিত অভিযান অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জনমনে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করে। ভবিষ্যতেও যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102