
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন আশুলিয়া থানায় কর্মরত এএসআই জুবায়ের হোসেন। সামগ্রিক পেশাদারিত্ব, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এএসআই জুবায়ের হোসেনের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। অপরাধ নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশি সেবার ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার জন্য তাকে জেলার সেরা এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।পুরস্কার গ্রহণকালে এএসআই জুবায়ের হোসেন বলেন, এই স্বীকৃতি তার জন্য গর্বের।
তিনি এ অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থনের কথা উল্লেখ করেন। ভবিষ্যতেও আরও দায়িত্বশীলভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ অর্জনে আশুলিয়া থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।উল্লেখ্য, ঢাকা জেলা পুলিশ প্রতি মাসে কল্যাণ ও অপরাধ সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে।