মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারবো: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৮k Time View  
  •                                      
                                   
                               
ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারবো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে এই এলাকার বিদ্যমান সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, শিক্ষা ও মৌলিক সেবাখাতে যে সংকট রয়েছে—এসব সমস্যা কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সমাধান করা কঠিন। কিন্তু এলাকাবাসী যদি একসঙ্গে পাশে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে সব সমস্যার সমাধান করা যাবে।

মঙ্গলবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের ওপর যদি কেউ অন্যায়, অত্যাচার কিংবা নির্যাতন করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এই এলাকায় কেউ যদি জোর করে বিদ্যুৎ, পানি কিংবা গ্যাসের বিল আদায় করে থাকে, ভবিষ্যতে কেউ আর এই ধরনের অন্যায় করতে পারবে না। তবে এসব কাজ বাস্তবায়নের জন্য এলাকাবাসীর সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, এই এলাকার সন্তানদের এগিয়ে আসতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার সমস্যাগুলো একে একে দূর হবে।

তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান। আপনারা যেমন এখানে বসবাস করেন, আমিও এই এলাকারই একজন। তাই আপনাদের কষ্ট, সুবিধা-অসুবিধা আমি গভীরভাবে অনুভব করি। আমার যে কোনো সমস্যা কিংবা দায়িত্বের কথা আমি আপনাদের কাছেই তুলে ধরব, ঠিক তেমনি আপনারাও আপনাদের কথা নির্ভয়ে আমার কাছে বলবেন। তিনি বলেন, মা-বোন ও ভাইদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করলেই একটি সুন্দর ও নিরাপদ এলাকা গড়ে তোলা সম্ভব।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আগামী দু’দিনের মধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে। দায়িত্বের কারণে আমাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হতে পারে, ফলে সারাক্ষণ এখানে উপস্থিত থাকা সম্ভব নাও হতে পারে। এ কারণে তিনি এলাকাবাসীর কাছে করজোড়ে বিনীত অনুরোধ জানিয়ে বলেন, যারা আজ এখানে উপস্থিত হতে পারেননি, আপনারা আমার পক্ষ থেকে তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। তিনি বলেন, আমি যেহেতু আপনাদেরই সন্তান, তাই আপনাদের সহযোগিতা ও দোয়া সবসময় কামনা করি। আপনাদের পাশে নিয়েই আমি এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102