বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কড়াইল বস্তিবাসীকে পাকা দালান ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০k Time View  
  •                                      
                                   
                               
কড়াইল বস্তিবাসীকে পাকা দালান ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে কড়াইল বস্তিতে বসবাসকারী পরিবারগুলোর নামে আইনগতভাবে রেজিস্ট্রি করে আধুনিক ফ্ল্যাট হস্তান্তর করা হবে, যাতে তারা স্থায়ী ও নিরাপদ আবাসনের নিশ্চয়তা পায়।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক কড়াইলবাসী উপস্থিত ছিলেন।কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “আপনারা দীর্ঘদিন ধরে যে মানবেতর জীবনযাপন করছেন, সেই কষ্ট আমরা উপলব্ধি করি। এই কষ্ট একদিনে না হলেও ধীরে ধীরে দূর করতে চাই। কড়াইলে পরিকল্পিতভাবে উঁচু উঁচু আধুনিক বিল্ডিং নির্মাণ করা হবে। যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদের প্রত্যেকের নামে রেজিস্ট্রি করে ছোট কিন্তু সুন্দর ও নিরাপদ ফ্ল্যাট দেওয়া হবে।”

তিনি আরও বলেন, কড়াইল বস্তি গড়ে ওঠার পেছনে একটি ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার প্রায় ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে এই বস্তি। বর্তমানে রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় ৪০ হাজারের বেশি কাঁচা ঘর রয়েছে, যেখানে লক্ষাধিক নিম্ন আয়ের মানুষ বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠী মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।শুধু আবাসন নয়, কড়াইলবাসীর শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও ব্যাপক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, “কড়াইলের শিশুদের জন্য মানসম্মত স্কুল প্রতিষ্ঠা করা হবে, যাতে তারা ভালো শিক্ষা পায়। খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ থাকবে, যাতে তরুণ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি এলাকাতেই আধুনিক ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে।”স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনাদের চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। আমরা চাই, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। মা-বোনেরা যেন সহজেই চিকিৎসা পান, শিশুদের যেন সময়মতো চিকিৎসা হয়—সেই ব্যবস্থা করা হবে।”

এছাড়া কড়াইল বস্তিবাসীদের কাছ থেকে জোরপূর্বক বিদ্যুৎ ও পানির অতিরিক্ত বিল আদায় বন্ধ করার আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, “যা মিটার দেখাবে, যা সরকারের প্রকৃত পাওনা—আপনারা শুধু সেটুকুই পরিশোধ করবেন। এর বাইরে কাউকে হয়রানি করার সুযোগ দেওয়া হবে না।”মোনাজাত শেষে আরও এক বক্তব্যে তিনি বলেন, কড়াইলবাসীর ওপর যদি কেউ অন্যায়, নির্যাতন বা জুলুম করে, তবে বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি কড়াইলবাসীকে আশ্বস্ত করে বলেন, “আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে থাকার দায়িত্ব আমাদের।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। কড়াইল বস্তি এই আসনের অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে বলে জানানো হয়েছে। দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102