শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               

ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “এই দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। বেহেশত, দোজখ—সবকিছুর মালিক তিনিই। অথচ একটি রাজনৈতিক দল ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। নির্বাচনের আগেই জনগণকে ঠকানোর চেষ্টা করছে তারা। আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত করে শিরকের দিকে ঠেলে দিচ্ছে।”জনসভায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ লাখ লাখ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ, এই সমাবেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছেন। বিগত ১৫ বছরে আমরা ইলিয়াস আলীকে গুম হতে দেখেছি, হারিয়েছি জুনাইদকে, দিনারকে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী খুন, মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাট দেখেছে। জনগণের প্রকৃত উন্নয়ন হয়নি, বরং রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।”উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে একটি উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, “২০০৫ সালে বন্যার সময় আমি সুনামগঞ্জে এসেছিলাম, তখন আসতে মাত্র পাঁচ ঘণ্টা সময় লেগেছিল। এখন একই পথে আসতে লাগে দশ ঘণ্টা। এত সময় তো লন্ডন যেতেও লাগে না। তথাকথিত উন্নয়নের গল্প শুনিয়ে তারা শুধু ভোটের অধিকারই কেড়ে নেয়নি, মানুষের কথা বলার স্বাধীনতাও ছিনিয়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে একটি স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। বিএনপি দেশের এই ভয়াবহ অবস্থার পরিবর্তন করতে চায়।”বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াতে চাই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী ও পুরুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। যারা বেকার, তাদের আর বেকার থাকতে দেওয়া হবে না। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।”

তিনি স্লোগান উচ্চারণ করে বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” এরপর তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। আমরা আবার সেই কর্মসূচি চালু করতে চাই। এতে কৃষকরা লাভবান হবেন, পাশাপাশি ওপার থেকে হঠাৎ পানি ছেড়ে দিলেও দেশ বন্যায় ভেসে যাবে না।”সবশেষে তিনি বলেন, “আমরা সবসময় বলি—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ; সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102