শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শৈলকুপার লাঙ্গল বাঁধ বাজারে যৌথ বাহিনীর অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা ঝুঁকি কমাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গল বাঁধ বাজার এলাকায় যৌথ বাহিনীর একটি ঝটিকা অভিযান চালানো হয়েছে। শনিবার বিকেলে পরিচালিত এই অভিযানে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় চারজন চালকের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালকদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হঠাৎ এই অভিযানে বাজার এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়।স্থানীয়রা বলেন, নিয়মিত তদারকি ও এমন অভিযান হলে সড়ক আরও নিরাপদ হবে এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্য কমবে। জনস্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102