
দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সারা দেশে এনআইডি সংশোধন সংক্রান্ত সব ধরনের সেবা আবারও কার্যকরভাবে চালু করা হয়। ফলে এতদিন ধরে যাঁরা এনআইডিতে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নামসহ বিভিন্ন তথ্য সংশোধনের অপেক্ষায় ছিলেন, তাঁরা এখন স্বাভাবিক নিয়মে আবেদন ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম এবং প্রার্থী চূড়ান্ত করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলমান থাকায় সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করাই ছিল তখন ইসির প্রধান অগ্রাধিকার। এসব কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় এখন স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম চালু ও বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও প্রশাসনিক কাজ চলছিল। এসব কার্যক্রমের আওতায় প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে অবস্থানরত পোস্টাল ভোটারদের নিবন্ধন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার বিষয়টিও এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার অন্যতম কারণ ছিল।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এ সেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনের ক্ষেত্রে যাচাই-বাছাই আরও কঠোরভাবে করা হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির সুযোগ না থাকে।