সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে সংঘটিত আলোচিত ছয় জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে আদালত উল্লেখ করেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং রাষ্ট্রপক্ষের উপস্থাপিত যুক্তির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম—এই তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালত জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া একই মামলায় অন্য কয়েকজন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আংশিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, চানখারপুলের এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়কে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102