বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা ভারতের সংসদে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত শৈলকুপায় পেঁয়াজ ক্ষেত নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামের সংঘর্ষে ৬ জন রক্তাক্ত সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ক্ষমতায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আমরা: মামুনুল হক নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭k Time View  
  •                                      
                                   
                               
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হলেও এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক এই বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, ভোটের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অগ্রগতি ও অবস্থান সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত অবহিত হতে আগ্রহী হতে পারেন।

বৈঠকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক, প্রযুক্তির ব্যবহার, পর্যবেক্ষকদের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা সম্পর্কে কমিশনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আগমন করেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠককে আসন্ন নির্বাচন ঘিরে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102