
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫ নং কাঁচেরকোল ইউনিয়নে পেঁয়াজ চাষকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাঙ্গালিয়া ও বোয়ালিয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলে।
এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া ও বোয়ালিয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে পেঁয়াজ চাষ ও পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।