বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতা একযোগে পদত্যাগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ ক্ষমতায় গেলে কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে: তারেক রহমান সাভারে ধানের শীষের বিশাল জনসমুদ্র, সেবক হওয়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবু’র। রাউজানে গভীর নলকূপে পড়া শিশুকে ৪ ঘণ্টা পর উদ্ধার রাউজানে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদল থেকে পাবনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পেলেন কেএম হারুন বিএনপির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ঢাকা জেলা কমিটি ঘোষণা ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে অযথা উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তিনি মনে করেন, এসব বিচ্ছিন্ন ঘটনার মূল উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলা।

বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে তার দায় কোনোভাবেই জনগণের ওপর বর্তায় না। বরং সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে এবং সেটি অবশ্যই করা যেতে পারে। তবে সেই প্রতিবাদ হতে হবে শালীন, সংযত ও শান্তিপূর্ণ। কোনো অবস্থাতেই প্রতিবাদের নামে সহিংসতা, বিশৃঙ্খলা বা জনভোগান্তি সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি এসব ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মাঠ গরম করতে চায় বা নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালায়, তাহলে বাংলাদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। যারা এই স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করবে।

ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে চূড়ান্ত ফয়সালা করবেন—কে কোথায় যাবে। এই ফয়সালা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের হাতে নেই। তিনি বলেন, শুধু দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ যুক্ত থাকলেই কেউ ইসলামের প্রকৃত প্রতিনিধি হয়ে যায় না। ধর্মের নামে প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা কখনোই সফল হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে কী করা হবে, সেই পরিকল্পনা ও কর্মসূচি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা। রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার উপস্থাপন করবে, জনগণ তা বিবেচনা করে পছন্দ করলে ভোট দেবে—এটাই গণতান্ত্রিক চর্চার সঠিক রীতি। তাই তিনি জোর দিয়ে বলেন, ধর্মকে কখনোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সবাই শান্তিপূর্ণ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102