রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটির অনুমোদন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ০১ জন কুখ্যাত চোর দলের সদস্য গ্রেফতার। আশুলিয়ায় ০৪ জন ছিনতাইকারী সদস্য গ্রেফতার। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন। বন্দর থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৬ জন ডাকাত গ্রেফতার। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান: বিপুল পরিমাণ গ্যাস সাশ্রয় ও জরিমানা আদায় ২৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কন্ট্রোলিং কমিটি মিটিং- ২০২৫ অনুষ্ঠিত

নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯২k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করে নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশসহ পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে।

এসময়, গত শনিবার দেশের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া কোরআন বিরোধী একাধিক সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতে ইসলামের নেতাদের নামে স্বৈরাচার আওয়ামী লীগের দেয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আগামী ৩ মে এর মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ।

বক্তারা বলেন, গত শনিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কুরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণা সহ অন্যান্য দাবি মেনে না নেয়, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবি হচ্ছে- আওয়ামী শাসনামলে শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতের নেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহার, সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনা,
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকর ধর্মীয় বিধিবিধান বাতিল করা,
ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন সংশোধনী বাতিল এবং মুসলিম নির্যাতন বন্ধ করা।

এছাড়া, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে।

এ সময় হেফাজতে ইসলামের ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা আলী আজম, ঢাকা জেলা উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা কাওছার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান বিন নূরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব ও দপ্তর সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গুলজার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102