বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ০২ জন।

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৯৭k Time View  
  •                                      
                                   
                               

 

ঢাকা জেলা প্রতিনিধি:

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) ইয়াকুব আলী ও মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস ডিবি টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভ্যাঢা পশ্চিম পাড়া সাবান ফ্যাক্টরী রোডের চিতাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১২/০৬/২০২৪ তারিখ ১) মোঃ জিতু কাজী (৩৫), পিতা- মৃত কাজী হায়দার আলী, মাতা- নূর বেগম, বর্তমান সাং- আমিরাবাগ(আফজাল হাজীর বাড়ীর ভাড়াটিয়া) , থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ২। মোঃ ইশান @ শিশির (২২), পিতা- মৃত সবুজ, মাতা- মোছাঃ শাহানা বেগম, বর্তমান সাং- ছোট কুশাইরবাগ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকাদ্বয়কে ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। বর্ণিত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ২১ তারিখ ১৩/০৬/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৯(খ)/(ক) রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বর্ণিত আসামী জিতু কাজীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102