বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার আলোচিত আজাদ সরকার হত্যা মামলার প্রধান আসামী মোঃ মনির হোসেন মিঠু @ মিঠু কাজী (৫২), পিতা-মৃত মেন্দু মিয়া, গ্রাম-টোরাগড় (পোঃ হাজীগঞ্জ), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই (নিঃ) আব্দুল হান্নানসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে ০২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ গ্রেফতার করেন।
গত ০৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আজাদ সরকারের উপর একদল হামলাকারী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার প্রধান আসামী মোঃ মনির হোসেন মিঠু ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।