কেরানীগঞ্জ থানা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ০২/০৭/২০২৫ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর কলাকান্দি এলাকা হতে পেশাদার মদক ব্যবসায়ী ১। মোঃ শামীম (৪০), পিতা- মোঃ শুক্কুর আলী, সাং-পূর্ব বাঘাপুর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ২০.৪৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ বাদল হোসেন (৪৩), পিতা-মৃত মুসলেম উদ্দিন, সাং-আটি, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামী মোঃ শামীম (৪০) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-০৪, তাং-০২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এবং আসামী মোঃ বাদল হোসেন (৪৩) বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৮, তাং-০৩/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী মোঃ বাদল হোসেন (৪৩) বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় ০৫ টি মাদক মামলা এবং ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানায় ০১ টি মাদক মামলা সহ সর্বমোট ০৬ টি মাদক মামলা রয়েছে।