চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ০৬টি জিআর পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার।
কোতোয়ালী থানার এসআই মোঃ খায়রুল বাসার সাজিদ, এসআই মোঃ তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ০৬/০৭/২০২৫ খ্রিঃ
তারিখ বাঁশখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ১০৮/১৭, জিআর- ২০৩/১৬, কোতোয়ালী থানার মামলা নং- ৩১(৪)১৬, প্রসেস নং- ৪১০/২৫, ০২। দায়রা- ৬১৯৭/১৬, জিআর- ৫৬৩/১৫, কোতোয়ালী থানার মামলা নং- ৫১(১১)১৫, ০৩। দায়রা- ৩২৯০/১৫, জিআর- ১৯২/১৫, কোতোয়ালী থানার মামলা নং- ৬(৫)১৫, ০৪। দায়রা- ১০৮/১৭, জিআর- ২০৩/১৫, প্রসেস নং- ২৬৬/২৫ সংক্রান্তে ০৪ (চার)টি জিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আব্দুর রহমান’কে গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় ০২(দুই)টি জিআর পরোয়ানা মূলতবী আছে।