বিশেষ প্রতিনিধি:
নৌবাহিনীর পৃথক দুটি অভিযানে কুতুবদিয়া ও সন্দ্বীপে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার।
বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত দুটি ভিন্ন অভিযানে কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। গত ৬ জুলাই ২০২৫ কুতুবদিয়ায় অভিযানে একাধিক মামলার আসামি ও অস্ত্রধারী ডাকাত মোঃ আব্দুর শুক্কুরকে আটক করে নৌবাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোঃ শাকিলের বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়াও সন্দ্বীপে অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ছেনী বাবুলের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, শটগান, পাইপ গান ও কার্টিজ জব্দ করা হয়। অপরদিকে সন্দ্বীপে আরেকটি পৃথক অভিযানে মাদক কারবারি মোঃ আকবর হোসেনকে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সর্বদা জাতীয় নিরাপত্তা রক্ষায় সচেষ্ট এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।