মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার। ভাঙ্গায় ৪ ডাকাতকে আটক করলো থানা পুলিশ পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল ভারতে গ্রেফতার! আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি বৈধ কমিটির কাছে বুঝিয়ে দিতে সংবাদ সম্মেলন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নৌবাহিনীর পৃথক দুটি অভিযানে কুতুবদিয়া ও সন্দ্বীপে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার। সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার। আশুলিয়ায় ১০ গ্রাম হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অজ্ঞাত তরুণী হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনসহ ১৬ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

ভাঙ্গায় ৪ ডাকাতকে আটক করলো থানা পুলিশ

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮k Time View  
  •                                      
                                   
                               

 

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পেশায় শিক্ষক। এতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ। ডাকাতদলের চার সদস্য হলো জেলার নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকেন শেখের ছেলে শহিদুল (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)।

পুলিশ সূত্রে প্রকাশ , সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে মামলা করে ভুক্তভোগীরা। ডাকাতদল ওই ঘটনায় গৃহকর্তা ও শিশুসহ পাঁচজনকে কুপিয়ে আহত করে। এরপর তৎপর হয়ে উঠে পুলিশ। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে। মূলত মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতি করে।

পৃথক ঘটনায় গত ৩০ মে উপজেলার আলগী ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুই বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ডাকাতি সংঘটিত করে। ওই মামলায় অপর আসামি শহিদুল ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ । এদের দেয়া তথ্যের ভিত্তিতে ৫ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, পূর্ব সদরদী গ্রামে একটি ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ও ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে নিয়ে এসে তাদের সহায়তায় সংঘবদ্ধ হয়ে ডাকাতি সংঘটিত করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতি নিয়ে ছিল। ওই সময় ডাকাতদল পাটক্ষেতে লুকিয়ে থাকার কারণে ধরতে পারিনি। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102