বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
EU to Send Large Election Observer Team to Bangladesh: Envoy নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার নলডাঙ্গায় খেজুরের রস সংগ্রহে গাছ পরিচর্যায়  ব্যস্ত গাছিরা আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি  আশুলিয়ায় ১২ বছরের শিশু গোলাম নবী অপহরণ দুই মাসে মেলেনি সন্ধান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি। ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা

১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’ সহ তিন পেশাদার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪১k Time View  
  •                                      
                                   
                               

 

ঢাকা জেলা প্রতিনিধি:

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১৪ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী মোঃ সোহেল ওরফে ট্যারা সোহেল (৩০) কে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত অপর দুই সহযোগী হলো- ১০ মামলার আসামি মোঃ আক্তার হোসেন (২৭) ও দুই মামলার আসামি মোঃ রনি মিয়া (২৬)।

বুধবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় তেজগাঁও ধানাধীন কারওয়ান বাজার পার্কের ভিতর পশ্চিম পাশে ওয়্যারহাউজের পিছনের গলি হতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, তেজগাঁও থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী ওয়্যারহাউজের পিছনের গলিতে ডাকাতি সংঘটনের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত ১১:১০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সোহেল, আক্তার ও রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা ৮/৯ জন পালিয়ে যায়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল, আক্তার ও রনি পেশাদার মাদক কারবারি ও সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট সহ আশেপাশের এলাকায় ছিনতাই করতো ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, শাহবাগ ও জামালপুরের বকশিগঞ্জ থানায় ছিনতাই ও মাদকের ১৪টি মামলা ও দুটি জিডি রয়েছে। তার সহযোগী আক্তারের বিরুদ্ধে হাতিরঝিল ও তেজগাঁও থানায় ছিনতাই ও মাদকের ১০টি এবং রনির বিরুদ্ধে শেরেবাংলা নগর ও কলাবাগান থানায় চুরি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102